ডিজিটাল মার্কেটিং শেখার উপায়

ডিজিটাল মার্কেটিং শেখার উপায়? ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখব?

ডিজিটাল মার্কেটিং শেখার উপায় কি? ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখব? ওয়েট! ওয়েট! এই লেখাটি আপনার জন্যই খুব যত্ন নিয়ে লেখা হয়েছে। যাতে এই একটি লেখা পড়ে আপনি ডিজিটাল মার্কেটিং শেখার একটা সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যান।

ডিজিটাল মার্কেটিং বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় একটি স্কিল। সারা বিশ্ব যেভাবে দিন দিন স্মার্ট পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছে, তার হাওয়া কিন্তু প্রায় প্রতিটা ক্ষেত্রেই। 

মানুষের জীবন যাত্রা যেমন বদলাচ্ছে, তেমনি প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে মার্কেটিং টেকনিকও। মানুষ পুড়নো ট্র্যাডিশনাল মার্কেটিং থেকে একে একে খুব দ্রুত মুভ করছে ডিজিটাল মার্কেটিং এ। 

ক্রমবর্ধমান এই ডিজিটাল মার্কেটিং এর চাহিদা পূরণ করতে প্রতি বছর বিশ্বে দরকার হচ্ছে অসংখ্য দক্ষ ডিজিটাল মার্কেটিং এক্সপার্টদের। 

আজকের এই লেখায় আমি তুলে ধরবো, একজন মানুষ যে ডিজিটাল মার্কেটার হতে চায় বা তুমুল আগ্রহ আছে, তার একটি কমন প্রশ্নের সহজ ও বিস্তারিত উত্তর, ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখবো? 

ছোট প্রশ্নের উত্তর দেবো বিশদভাবে, যাতে আপনি এই গাইডলাইন পড়ে সঠিকভাবে ডিজিটাল মার্কেটিং শেখার উপায় জানতে পারেন। 

এটা নিশ্চিত থাকেন যে, ডিজিটাল মার্কেটিং শেখার ব্যাপারে কেউ এর আগে এটো ডিটেইল এবং পরীক্ষিতভাবে বলেনি। 

শুরু করা যাক তাহলে। 

ডিজিটাল মার্কেটিং কি?    

ডিজিটাল চ্যানেল যেমন ফেসবুক, ইউটিউব, গুগল ইত্যাদি ব্যবহার করে কোন প্রতিষ্ঠানের পণ্য বা সেবার প্রতি সম্ভাব্য কাস্টমারদের আকর্ষণ তৈরি করার প্রসেসকে বলে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর কাজ হচ্ছে টার্গেট কাস্টমারদের কাছে প্রোডাক্ট বা সার্ভিসের ম্যাসেজ ডিজিটাল ওয়েতে পৌঁছে দেওয়া এবং কেনার জন্য প্রভাবিত করা।

ডিজিটাল মার্কেটিং কাকে বলে জানলাম। 

ডিজিটাল মার্কেটিং চ্যানেল কি?

যে মাধ্যমে আপনি ডিজিটাল মার্কেটিং করছেন সেই মাধ্যমকেই বলে ডিজিটাল মার্কেটিং চ্যানেল।

আপনি যে চ্যানেলে ডিজিটাল মার্কেটিং করবেন, ঐ ডিজিটাল মার্কেটিং চ্যানেল অনুয়ায়ি হয় নাম হয় সেই মার্কেটিং প্রসেসের। যেমন- আপনি যদি ফেসবুকের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং করেন, তখন তাকে বলে ফেসবুক মার্কেটিং। যদি ইউটিউবের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং করেন তখন তাকে বলে ইউটিউব মার্কেটিং।

ক্যারিয়ার হিসেবে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা বর্তমানে তুঙ্গে। ক্যারিয়ার হিসেবে কেন ডিজিটাল মার্কেটিং বেঁছে নিবেন তা জানতে এই আর্টিকেলটি পড়ুন।

এবার মূল কথায় ফেরা যাক- 

ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখবো? ডিজিটাল মার্কেটিং শেখার উপায় কি?     

পৃথিবীতে আপনি যেটাই শিখেন না কেন, প্রথমেই আপনাকে একটা রোডম্যাপ তৈরি করে নিতে হবে। যেখানে আপনার ছোট ছোট লক্ষ্যগুলোকে চিহ্নিত করা থাকবে। একটা গোল এচিভ করতে হলে আপনাকে জানতে হবে কীভাবে সঠিক উপায়ে যে কোন গোল সেট করতে হয়। অবশ্যই প্রতিটা অংশের জন্য নির্দিষ্ট সময় ঠিক করুন। 

ডিজিটাল মার্কেটিং শেখা কিভাবে শুরু করবেন? ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার শুরু করার জন্য আমি বেশ কিছু ধাপ এখানে উল্লেখ করছি। 

ডিজিটাল মার্কেটিং শেখার উপায় সমূহ

১. প্রথম ধাপঃ প্রথমে ডিজিটাল মার্কেটিং এর ফান্ডামেন্টালগুলো শিখে নিন

সময়কালঃ ৫ দিন।

সোর্সঃ ইউটিউব, গুগল ইত্যাদি

নোটঃ এই টপিকগুলো ফান্ডামেন্টাল। প্রতিটা বিষয়কে খুব ভাল করে মনে রাখুন

খুব ভালভাবে ডিজিটাল মার্কেটিং শেখার জন্য ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টাল বিষয়গুলো ভাল করে জানতে হবে। ফান্ডামেন্টাল ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যে যে বিষয়গুলো থাকে-

  • ডিজিটাল মার্কেটিং কি? 
  • ডিজিটাল মার্কেটিং কেন প্রয়োজন?
  • ডিজিটাল মার্কেটিং এর সুবিধা কি?
  • ডিজিটাল মার্কেটিং এর অসুবিধা কি? 
  • কীভাবে ডিজিটাল মার্কেটিং করতে হয়?
  • ডিজিটাল মার্কেটিং কত প্রকার ও কি কি? 
  • ডিজিটাল মার্কেটিং চ্যানেল কি? 
  • ডিজিটাল মার্কেটিং চ্যানেল কত ধরণের এবং কি কি? 
  • ট্র্যাডিশনাল মার্কেটিং কি?
  • ট্র্যাডিশনাল মার্কেটিং এর সাথে ডিজিটাল মার্কেটিং এর পার্থক্য কি কি? 
  • ডিজিটাল মার্কেটিং এর বর্তমান অবস্থা কেমন?
  • ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ কেমন? 
  • অর্গানিক মার্কেটিং কি? 
  • পেইড মার্কেটিং কি? 
  • ইনবাউন্ড মার্কেটিং কি?
  • আউটবাউন্ড মার্কেটিং কি?
  • ডিজিটাল মার্কেটিং শিখে কি কি করা যায়? 
  • ডিজিটাল মার্কেটিং কি কি সার্ভিস দেওয়া যায়?
  • ডিজিটাল মিডিয়া কি? 
  • আর্নড মিডিয়া কি?
  • ওউন্ড মিডিয়া কি?
  • পেইড মিডিয়া কি?
  • ডিজিটাল মার্কেটিং প্ল্যান কীভাবে করতে হয়? 
  • ডিজিটাল মার্কেটিং টুলসগুলো কি কি? 
  • ডিজিটাল মার্কেটিং শেখার ব্লগ
  • ডিজিটাল মার্কেটিং শেখার ইউটিউব চ্যানেল
  • ফ্রিতে ডিজিটাল মার্কেটিং শেখার অনলাইন কোর্স
  • বিশ্বে সবচেয়ে বড় বড় ডিজিটাল মার্কেটার কারা?
  • বাংলাদেশের ডিজিটাল সেক্টরে সবচেয়ে ভাল ভাল মার্কেটার কারা?
  • ডিজিটাল মার্কেটিং শেখার জন্য কি কি লাগে? 
  • ডিজিটাল মার্কেটিং শেখার যোগ্যতা কি?
  • মার্কেটিং বেসিক টেকনিক
  • অডিয়েন্স সিগমেন্টেশন
  • মার্কেটিং সেলস ফানেল
  • ডিজিটাল মার্কেটিং ট্রেন্ডস

ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টাল নিয়ে আমার করা একটি কোর্স আছে। এটি দেখে ফেলতে পারেন। 

উপরের এই বিষয়গুলো শিখে ফেললে, আপনি ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টাল বিষয়গুলো জেনে গেছেন। ফান্ডামেন্টাল ডিজিটাল মার্কেটিং আসলে এমন জিনিসগুল যেগুলো জেনে আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে পারবেন এমন না কারণ এগুলো সম্পূর্ণই থিউরিটিক্যাল। আপনি ডিজিটাল মার্কেটিং এর মূল বিষয়গুলো জেনে গেলেন। এখন আপনার কাজ পরের স্টেজে যাওয়া। মানে হাতেকলমে ডিজিটাল মার্কেটিং শেখার।

২. দ্বিতীয় ধাপঃ বেসিক ডিজিটাল মার্কেটিং শিখুন

সময়কালঃ ৩ মাস

সোর্সঃ পেইড কোর্স অথবা ইউটিউব, গুগল ইত্যাদি

নোটঃ যা যা শিখছেন সাথে সাথে প্র্যাকটিস করুন, প্রতিদিন অন্তত ৫ ঘন্টা সময় দিন। যা শিখছেন শুধু তার উপর ভরসা না করে, ইন্টারনেটে আরও সার্চ করে প্রতিটা বিষয়ে আরও বিস্তারিত জানুন এবং শিখুন।

আপনি এখন দ্বিতীয় পর্যায়ে যাওয়ার জন্য প্রস্তুত। 

আপনি মূল বিষয়গুলো থিউরিটিক্যালি জেনে গেছেন। এখন সময় এসেছে প্রাক্টিক্যালি ডিজিটাল মার্কেটিং শেখা। এই শেখার মাধ্যমেই মূলত আপনি ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন। 

বেসিক ডিজিটাল মার্কেটিং শিখে আপনি যে কোন আন্তর্জাতিক মার্কেটপ্লেসে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে ইনকাম শুরু করতে পারেন। 

আপনি চাইলে লোকাল কাজও করতে পারেন। যেমন বাংলাদেশ থেকে ক্লায়েন্ট ম্যানেজ করে একজন ফ্রিল্যান্সার হিসেবে তার কাজ করে দিলেন। অথবা আপনি চাইলে এন্ট্রি লেভেলের যে কোন প্রতিষ্ঠানে কোর্পোরেট জব, ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে শুরু করতে পারেন।

এখন প্রশ্ন আসতে পারে- বেসিক ডিজিটাল মার্কেটিং কীভাবে শিখবেন? 

আপনার জন্য দুইটা অপশন আছে। 

১. নিজে নিজে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ফ্রি রিসোর্স খুঁজে বের করে সেখান থেকে নিজেকে প্রস্তুত করা। 

ফ্রি রিসোর্স- যেমন, ইউটিউব, গুগল, ব্লগ ফ্রি কোর্স ইত্যাদির মাধ্যমে যদি আপনি নিজে নিজে শিখেন তখন আপনার শেখার এই যাত্রাটা অনেক দীর্ঘ হয়ে যাবে। 

আপনি কোন সমস্যায় পড়লেন, কারো কাছে থেকে সমাধান পাওয়ার সুযোগ নেই। এছাড়া ফ্রি রিসোর্সগুল কোনটাই গোছানো থাকবে না, অসম্পূর্ণ, ভাসা ভাসা তথ্য ইত্যাদি কারণে আপনি প্রপার রোডম্যাপ না জানার কারণে আপনার অনেক সময় নষ্ট হতে পারে, আগ্রহ শেষ হয়ে যেতে পারে। 

তবে আপনি যদি যথেষ্ট ডেডিকেটেড থাকেন, তাহলে অবশ্যই ফ্রিতেই আপনি সব কিছু শিখে নিতে পারেন। নিজের উপর কন্ট্রোল থাকাটা জরুরী।

২. কোন একটা প্রতিষ্ঠান থেকে বেসিক ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি হয়ে, ডিজিটাল মার্কেটিং শিখে ফেলা। 

বর্তমানে বাংলাদেশে অসংখ্য ডিজিটাল মার্কেটিং কোর্স এবং প্রতিষ্ঠান আছে। 

তবে বেশিরভাগ প্রতিষ্ঠানেই আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। 

এমন কি বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠানগুলোও ডিজিটাল মার্কেটিং এর নামে যা শেখায় তা দিয়ে আদতে কাজ করার সুযোগ থাকে খুবই কম। 

প্রতিষ্ঠান না বরং কে শেখাচ্ছে তার ট্র্যাক রেকোর্ড জেনে নিন। যিনি শেখাবে, তার সম্পর্কে বিস্তারিত জানুন। উনি কি কি কাজ করেছেন? কোথায় কোথায় কাজ করেছেন? কত বছর ধরে ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করছেন? 

ডিজিটাল মার্কেটিং মেন্টর হিসেবে তার সুনাম কেমন? ইত্যাদি বিষয়গুলো জেনে নিন।

কোন প্রতিষ্ঠান দেখে নয় বরং ডিজিটাল মার্কেটিং এর ইন্ডাস্ট্রি এক্সপার্ট কোন ডিজিটাল মার্কেটিং ট্রেইনারের কাছে শিখুন।

ডিজিটাল মার্কেটিং কোর্স শেষ করতে আপনার আনুমানিক ৩/৪ মাসের মতো লেগে যাবে। 

এই ৩/৪ মাস শুধু ক্লাস করে গেলেই হবে না, প্র্যাকটিস করার মাধ্যমে আপনাকে এমনভাবে নিজেকে প্রস্তুত হতে হবে, যাতে কোর্স শেষ হওয়ার সাথে সাথেই আপনি যে কোন ধরণের ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে পারেন। 

একটা বেসিক ডিজিটাল মার্কেটিং কোর্সে ডিজিটাল মার্কেটিং এর যতগুলো প্লাটফর্ম আছে মোটামুটি সবগুলো নিয়েই শেখানো হয়। কোনটাই এডভান্সড না কিন্তু সবগুলোই বেসিক লেভেলে শেখায় যাতে আপনি যে কোন প্লাতফর্মেই কাজ করে আপনার ক্যারিয়ার শুরু করতে পারেন।

বেসিক ডিজিটাল মার্কেটিং কোর্স সিলেবাস

ডিজিটাল মার্কেটিং বেসিক কোর্সে যে বিষয়গুলো শেখানো হয়- 

  • ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টাল
  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং (SMM)
    • ফেসবুক মার্কেটিং
    • ইউটিউব মার্কেটিং 
    • লিঙ্কডিন মার্কেটিং
    • ইন্সটাগ্রাম মার্কেটিং
    • টিকটক মার্কেটিং
    • হোয়াটসঅ্যাপ মার্কেটিং 
    • পিন্টারেস্ট মার্কেটিং
    • রেডিট মার্কেটিং
    • কোয়ারা মার্কেটিং
    • টুইটার মার্কেটিং 
  • সার্চ ইঞ্জিন মার্কেটিং (SEM)
    • সার্চ ইঞ্জিন এডভার্টাইজিং(SEA)
    • সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন(SEO)
  • পে পার ক্লিক (PPC) মার্কেটিং
  • কনটেন্ট মার্কেটিং
  • ইমেইল মার্কেটিং
  • ইনফ্লুয়েন্সার মার্কেটিং ইত্যাদি

মোটামুটি এই বিষয়গুলো হাতেকলমে শেখানো হয় একটা ডিজিটাল মার্কেটিং কোর্সে। 

আমি আবারো বলছি- এই টপিকগুলো প্রতিটাই বেশ বড় বড় সেক্টর। একটা বেসিক ডিজিটাল মার্কেটিং কোর্সে সবগুলো বিষয় পরিপূর্ণভাবে শেখানো সম্ভব হয় না। 

কিন্তু প্রতিটা বিষয় অল্প অল্প করে শেখানো হয়, যাতে আপনি প্রায় সবগুলোই কাজই বেসিক লেভেলে করতে পারেন। 

আরেকটা বিষয় উপরের সবগুলো বিষয় যে একটা বেসিক ডিজিটাল মার্কেটিং কোর্সে থাকে এমনটা না, একেকটা প্রতিষ্ঠান নিজেদের মতো করে কোন কোন বিষয় গুরুত্ব দিয়ে, কিছু কিছু বিষয় বাদ দিয়ে ডিজিটাল মার্কেটিং কোর্স সিলেবাস তৈরি করে থাকে। তাই আমার পরামর্শ হচ্ছে আগে ডিজিটাল মার্কেটিং কোর্স সিলেবাস দেখে তারপর ভর্তি হোন।  

এই পর্যায় শেষ হলে আমি বলতে পারি আপনি এখন একজন ডিজিটাল মার্কেটার। আপনি মার্কেটিং ক্যারিয়ার শুরু করে দিতে পারেন।

৩. তৃতীয় ধাপঃ যে কোন একটা এরিয়া বেঁছে নিয়ে কাজ করুন এবং এডভান্সড টেকনিক শিখতে থাকুন

সময়কালঃ ৩ মাস

সোর্সঃ পেইড কোর্স + ব্লগ + ইউটিউব

নোটঃ আপনি বেসিক ডিজিটাল মার্কেটিং এ যা শিখেছেন তার মধ্যে যে টপিকটা আপনার ভাল লাগে সেটা নিয়ে প্রাক্টিক্যালি কাজ শুরু করে দিন। অনেক ক্লায়েন্ট প্রোজেক্ট করতে থাকুন। সাথে শুধু ঐ টপিকের উপর ভাল কোন পেইড কোর্স পেলে ভর্তি হয়ে শিখতে থাকুন, নিয়মিত ব্লগ পড়ুন, ইউটিউবে ভিডিও দেখুন। মনে রাখবেন, আপনি এখানে সবকিছু না বরং মাত্র ১ টা বিষয়ে এক্সপার্ট হওয়ার চেষ্টা করছেন।

৪. চতুর্থ ধাপঃ ইন্ডাস্ট্রি এক্সপার্ট হোন

সময়কালঃ ১ বছর এবং বাকি জীবন

সোর্সঃ এক্সপেরিয়েন্স, এক্সপেরিমেন্ট, পেইড কোর্স, নিয়মিত পড়াশুনা, রিসার্চ করা, ইউটিউব ভিডিও দেখা ইত্যাদি

নোটঃ নিজের একটা শক্ত পোর্টফলিও দাঁর করানো শুরু করুন। পার্সোনাল ওয়েবসাইট তৈরি করুন। ব্লগ, লিঙ্কেডিন, ফেসবুক, ইউটিউব, ইন্সটাগ্রাম, টিকটক, কমিউনিটি, ফোরাম, এসোসিয়েশন, বই লেখা ইত্যাদি মাধ্যমগুলোতে নিয়মিত নিজের নলেজ শেয়ার করুন। কন্ট্রিবিউট করতে থাকুন- লোকাল এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিগুলোতে। এখন আপনি ইন্ডাস্ট্রি লিডার হওয়ার পথে। প্রডাক্টিভ কাজে ফোকাস থাকুন। কমিনুকেশন স্কিল, নেগোসিয়েশন স্কিল, টেকস্কিলে ফোকাস করুন।

এই পর্যন্ত যদি আপনি আসতে পারেন তাহলে- অভিনন্দন! আপনি এখন অন্যতম সেরা একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার! 

ডিজিটাল মার্কেটিং শেখার উপায় তো জানলেন, এবার তাহলে আমরা কিছু কমন প্রশ্নের উত্তর দেই- 

ডিজিটাল মার্কেটিং শিখতে কতদিন লাগে? 

ডিজিটাল মার্কেটিং শিখতে কতদিন লাগে এটা সম্পূর্ণভাবে নির্ভর করে যে শিখছে তার উপর। এখানে বেশ কয়েকটা ফ্যাক্টর কাজ করে- যেমন কেউ কুইক লার্নার- খুব দ্রুত শিখে ফেলতে পারে, অন্যদিকে কেউ কেউ আছে লেইট লার্নার- মানে কারো কারো শিখতে অনেক সময় লাগে, সহজে মনে রাখতে পারে না। দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে- কেউ কেউ খুব সিরিয়াসলি শিখতে শুরু করবে, আবার কেউ কেউ একটি ধীরে সুস্থে শিখবে। পরের ফ্যাক্টরটা হচ্ছে আপনি কোন লেভেলে স্কিল ডেভেলপ করতে চান? বেসিক, ইন্টারমেডিয়েট, এডভান্সড নাকি ইন্ডাস্ট্রি লিডার? 

আপনি যদি খুব সিরিয়াস থাকেন এবং প্রতিদিন অন্তত ৫ থেকে ৬ ঘন্টা শেখার জন্য সময় দেন তাহলে উপরের আলোচনায় ইতোমধ্যে আপনি একটা টাইম্ফ্রেম পেয়ে গেছেন কত দিন লাগতে পারে। আপনি খুব দক্ষ একজন ডিজিটাল মার্কেটার হয়ে উঠতে আনুমানিক অন্তত ১ থেকে ২ বছর সময় লাগবে। 

ডিজিটাল মার্কেটিং শিখতে কত টাকা লাগে? 

এই প্রশ্নটাও অনেকেই গুগলে করে যে ডিজিটাল মার্কেটিং শিখতে কত টাকা লাগে? আসলে এটা একেবারেই নির্দিষ্ট করে কিছু বলা যায় না। কেউ কেউ আছেন ডিজিটাল মার্কেটং সম্পূর্ণভাবে নিজে নিজেই শিখে ফেলেন কোন পেইড কোর্স বা রিসোর্স ছাড়াই, আবার কেউ কেউ লাখ লাখ টাকা খরচ করেও স্কিল ডেভেলপ করতে পারেন না। 

আমি যদি ধরে নেই আপনি পেইড কোর্স করে ডিজিটাল মার্কেটিং শিখবেন তাহলে আনিমানিক বাংলাদেশের প্রেক্ষাপটে ১০ হাজার টাকা থেকে শুরু করে ২০ হাজার টাকা লাগতে পারে অফলাইনের কোর্স করে। 

আর অনলাইনে যদি বাংলাদেশের কোন প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি ডিজিটাল মার্কেটিং কোর্স করতে চান সেক্ষেত্রে ৫ হাজার থেকে ১০ হাজার টাকার মধ্যে হয়ে যাবে। 

ডিজিটাল মার্কেটিং এর জন্য কি কি শিখতে হবে? ডিজিটাল মার্কেটিং কি কি শেখানো হয়? 

ডিজিটাল মার্কেটিং কোর্সে শিখতে হয় অনেক কিছুই কিন্তু একেকটা কোর্সে একেক টপিককে বেশি প্রাধান্য দেওয়া হয়। সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং কি কি শেখানো হয় এটা প্রতিষ্ঠান টু প্রতিষ্ঠান ভ্যারি করে। 

ডিজিটাল মার্কেটিং কি কি শেখানো হয়? 

ডিজিটাল মার্কেটিং বেসিক কোর্সে যে বিষয়গুলো শেখানো হয়- 

  • ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টাল
  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং (SMM)
    • ফেসবুক মার্কেটিং
    • ইউটিউব মার্কেটিং 
    • লিঙ্কডিন মার্কেটিং
    • ইন্সটাগ্রাম মার্কেটিং
    • টিকটক মার্কেটিং
    • হোয়াটসঅ্যাপ মার্কেটিং 
    • পিন্টারেস্ট মার্কেটিং
    • রেডিট মার্কেটিং
    • কোয়ারা মার্কেটিং
    • টুইটার মার্কেটিং 
  • সার্চ ইঞ্জিন মার্কেটিং (SEM)
    • সার্চ ইঞ্জিন এডভার্টাইজিং(SEA)
    • সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন(SEO)
  • পে পার ক্লিক (PPC) মার্কেটিং
  • কনটেন্ট মার্কেটিং
  • ইমেইল মার্কেটিং
  • ইনফ্লুয়েন্সার মার্কেটিং ইত্যাদি

আপনি কি ডিজিটাল মার্কেটিং শেখার জন্য অনলাইনে ফ্রি কোর্সগুলো খুঁজছেন? তাহলে ডিজিটাল মার্কেটিং ফ্রি অনলাইন কোর্স লিংকে ক্লিক করুন।

শেষকথা

শূন্য থেকে ডিজিটাল মার্কেটিং শেখার উপায় এবং ধাপে ধাপে কীভাবে একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হওয়া যায় তার একটা সহজ ও সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়ার চেষ্টা করেছি আজকের লেখায়। 

আশাকরি এই লেখায় আপনার প্রশ্নের (ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখব) উত্তর পেয়ে গেছেন যা আপনাকে একজন ডিজিটাল মার্কেটার হিসেবে সামনে এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে। 

আমি সাইফুল্লাহ সাইফ নিজে যেভাবে একজন ডিজিটাল মার্কেটার হয়েছি, ঠিক সেভাবেই আপনাদের আমার অভিজ্ঞতা থেকে গাইডলাইন দিয়েছি। 

এবার আপনার পালা!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top